মন মেতেছে বসন্তে
জয়শ্রী কর


মন মেতেছে হোলির ফাগে ফাল্গুনে
প্রেম-বিরহে সময় কাটে কাল গুনে।
গোধূলিতে রঙের মেলা
প্রজাপ্রতি করছে খেলা
উদাস হাওয়ায় উড়ে বেড়ায় গান শুনে।


কুহু কুহু কোকিল তোলে মিঠে তান
মৌমাছিদের ফুলবাগিচায় মধু পান।
শাখায় শাখায় আম্রমুকুল
শিষ দিয়ে যায় ফিঙে বুলবুল
বউ-কথা-কও পাতার আড়ে পেতে কান।


রংবেরঙের ফুল ফোটায় এ ধরণি
ছায়ায় মোড়া গ্রাম বাংলার সরণি
মেঘমুক্ত সুনীল আকাশ
বইছে মৃদু দখিন বাতাস
নেচে বেড়ায় শ্যামসোহাগী রমণী।