মৃৎপাত্র
জয়শ্রী কর


মাটি হল খাঁটি সোনা
মাটির ঘরেই থাকি
জীবের দেহ মাটিই হবে
মাটিকে মা ডাকি।


বাড়ির কাছে কুমোরপাড়া
মাটির পাত্র গড়ে
হাঁড়ি-কলশি-থালা-গেলাস
খুবই যত্ন করে।


ওই হাঁড়িতে রান্না হতো
কাঠ-বাঁশ জ্বাল দিয়ে
শিকাতেই মা'র ঘিয়ের হাঁড়ি
আমরা খেতাম নিয়ে।


মৃৎশিল্প থাকুক বেঁচে
থাকুক কুমোরপাড়া
শৈশবের সেই স্মৃতিগুলো
অন্তরে দেয় নাড়া।


মাটির পাত্র ব্যবহৃত
হত প্রাচীনকালে
সেই নিদর্শন পাওয়া গেছে
মাটির অন্তরালে।


গাঁয়ে গঞ্জে এর প্রচলন
নেই বললেই চলে
হয়তো কোথাও মিলবে দেখা
বিশাল ভূমণ্ডলে।


© জয়শ্রী কর