নদীমাতৃক দেশ
জয়শ্রী কর


নদীমাতৃক দেশ আমাদের
গঙ্গা মায়ের মতো
গঙ্গা জলেই গঙ্গাপূজা
মন্ত্র বলি কত ।


গ্রামের পাশেই কাঁসাই নদী
তিরতিরিয়ে চলে
বাইতে পারি নৌকা আমি
নিজস্ব কৌশলে।


কচিকাঁচা সাঁতার কাটে
নদীতে ঝাঁপ দিয়ে
জাল ফেলে কেউ মাছ ধরে রোজ
ছোট্টো ডিঙি নিয়ে ।


নদী কাঁদায় যখন বন্যা
আসে অতর্কিতে
নদীর বুকেই চড়ুইভাতি
পৌষে প্রবল শীতে।


অতিবৃষ্টির ফলে যখন
জলস্ফীতি ঘটে
চরের ফসল ডুবে গেল
পড়ে যাই সংকটে।


ধ্বংসলীলার মাঝেও নদীর
কল্যাণীরূপ দেখি
তখন তীরে বসেই চলে
আমার লেখালেখি।


© জয়শ্রী কর