আমার লাগানো মাধবীলতায় প্রথম ধরেছে কুঁড়ি
লাগিয়েছিলাম শ্রাবণের প্রাতে উঠোনের মাটি খুঁড়ি।
শুধায় আমারে মুখপানে চেয়ে, ‘এসেছি এ কোনখানে
জানিনে তো আমি কী বা প্রয়োজন’ পশিল আমার কানে।


এনেছি তোমারে বহুদূর থেকে ছিলে তুমি পথপাশে
সযতনে আমি এনেছি তুলিয়া সে এক শ্রাবণ মাসে।
তরতর করে উঠে গেলে তুমি অপরাজিতার গায়ে
একসাথে আছো দু’বোনের মতো দোল খাও মৃদু বায়ে।


বরষা মুখর দিনে নবকলি ফুটিল তোমার ডালে
শীতল সমীরে চকিত হাসিতে টোল পড়ে তব গালে।
অপরাজিতাও ফুটেছে আজিকে খুশির দোলাতে দুলি
পরান জুড়ায় মনে মনে হাসি দেখি রোজ কোলাকুলি।


শুধায় আমারে, ‘এ জগৎ  মাঝে লেগেছি কি কোনো কাজে
একদিন পরে লুটাবো মাটিতে মলিন হইবে গা-যে।’
রাখিব তোমায় পূজার বেদিতে পরাবো মায়ের গলে
অবশেষে তুমি শুকাবে যখন ভেসে যাবে নদীজলে।