*          ও' মাধবী ও' মালতী জুঁই
                    জয়শ্রী কর


         ও' মাধবী ও' মালতী জুঁই
কার লাগি আজি প্রাতে এলি তোরা কার সাথে
   রবি-আলো গায়ে মেখে পেলি তোরা ভুঁই
          ও' মাধবী ও' মালতী জুঁই।


  শ্যামল শোভন ধরা গাছগাছালিতে ভরা
     কত কি পড়িছে মনে দখিনা পবনে,
চেয়ে আছো রবি পানে রূপে রঙে মন টানে
    ফুটেছ প্রভাতবেলা আজি এ ভবনে।
জড়িয়ে রয়েছে মায়া হৃদয়ে ফেলেছে ছায়া
   অপলকে চেয়ে দেখি ভাবি গিয়ে ছুঁই,
  চুপিচুপি বলি কথা মনে কত আকুলতা
        ও' মাধবী ও' মালতী জুঁই।


পাখি ডাকে তরুশাখে প্রজাপতি রেণু মাখে
      আবোধ শিশুর মতো সরল চাহনি,
   জয়তী ফুটেছে কত মধুকর আসে শত
     আয় আয় কাছে আয় নয়নের মণি।
প্রেমসুধা বুকে ধরে ফুটে আছো আলো করে
    বেদনায় ঝরে পড়ো থাকো দিন দুই
  মায়ের পূজার ডালি সাজাই প্রদীপ জ্বালি
         ও' মাধবী ও' মালতী জুঁই।


  প্রভাতে অরুণোদয় রাখে নিজে পরিচয়
     আলোর পরশ পেয়ে খুকুমণি ওঠে,
    বুলবুলি করে গান মন করে আনচান
   কাননে কুসুমকলি একে-একে ফোটে।
শুভ দিনে শুভকাজে সেজে উঠি শুচি সাজে
      মায়ের চরণ দুটি সযতনে ধুই
জননীরে বাসি ভালো নিয়ত জোগায় আলো
         ও' মাধবী ও' মালতী জুঁই।


বাগানের এক কোণে নিশীথের সমীরণে
    কদম বিলায় বাস প্রকৃতির দান,
প্রীতিময় হাসিমুখ ভুলে যাই যত দুখ
   ভ্রমরের গুনগুন ভোরের আজান।
অনুপম রুপশোভা ঠোঁটে হাসি মনোলোভা
   বাহারি রঙিন ফুল কোথা আমি থুই,
দেখি আমি ক্ষণে ক্ষণে খুশি ঝরে দু'নয়নে
       ও' মাধবী ও' মালতী জুঁই।