পাখির কলতান
জয়শ্রী কর


প্রভাতবেলা কিচিরমিচির আসে যখন কানে
ঘুম ভেঙে যায় তখন আমার ওদের কলতানে।
জানলা খুলে দেখি চেয়ে ডালিম গাছের ডালে
দুটো শালিখ গান ধরেছে পাতার অন্তরালে।


ঘরের পাশে খানাডোবা, ডাকে ডাহুক ছানা
খুঁটে খুঁটে খাচ্ছে খাবার, ভাসে সবুজ পানা।
বুলবুলি আর চন্দনা বউ রোজ সকালে আসে
কুরুর কুরুর ডাকে ঘুঘু গ্রীলের আশেপাশে।


বাড়ির পাশে খোলা মাঠে বেজিরা সব খেলে
বাচ্চা নিয়ে আসে ওরা, খাবে খাবার পেলে।
ফুলবাগানের বেড়ার গায়ে ঝুলছে কত ঝিঙে
দোয়েল শ্যামা দাপিয়ে বেড়ায় সঙ্গে থাকে ফিঙে।


জমে আছে শিশির ফোঁটা সবুজ ঘাসে ঘাসে
রবির আলোয় ঝলমলিয়ে মুক্তা যেন ভাসে।
থাকত বাসায় বারান্দাতে চক্ষু দুটি বুজে
কখন উড়ে গেছে ঘুঘু পাইনি ওদের খুঁজে।