.                এলামাণ্ডা


এলামাণ্ডায় মুক্তোমালা রৌদ্রে ঝিকিমিকি
প্রকৃতি মা’র এ কী খেলা নিত্য কত শিখি।
          বৃষ্টিতে আজ উঠল নেয়ে
          চক্ষু জুড়ায় পরশ পেয়ে
প্রজাপতি বসল বলে কাব্য করে লিখি।


                  আবোল-তাবোল


   তোর কবিতা পড়তে গিয়ে দন্ত গেল খসে
সকাল থেকে কী সব কথা লিখলি চাটায় বসে।
               শব্দ ক’টা পাশাপাশি
              আমায় দেখে অট্টহাসি
আবোল-তাবোল, কী যে অর্থ, ভরা তিক্ত রসে।