.                      ক্লান্ত দেহ


   লাঙল কাঁধে ক্লান্ত দেহে ফিরছে ঘরে চাষি
  রাখালছেলে গাছের নীচে বাজায় বসে বাঁশি।
             উদাস মনে বিকেলবেলা
            ভাসায় মাঠে সুরের ভেলা
  কোন ভুবনে হারায় তখন অধরে তাঁর হাসি।


                  কিঙ্কিণি সুর


   পলাশ শিমুল ফাল্গুনে ওই উঠলো সেজে
   বসন্তিকার পায়ের নূপুর উঠলো বেজে।
           দুলছে কটি নাচের তালে
          কোকিল ডাকে কদমডালে
  মাতবে এবার হোলির ফাগে উৎসবে যে।