পরম প্রিয় পিতা
জয়শ্রী কর


বাবা ছিলেন জ্ঞানীগুণী
পরম নিষ্ঠাবান
সহজ সরল খাঁটি মানুষ
দরদি মন প্রাণ।


উচ্চ শিক্ষা ছিল না তাঁর
ছিল উচ্চ মন
সন্তানদের মানুষ করা
বাবার জীবনপণ ।


শীতল জলে পদ্ম তুলে
পেয়েছে তার দাম
লবণ ও খড় ব্যবসা করে
পূরল মনস্কাম।


রাত্রি জেগে খড়ের গাদায়
কাটছে কত দিন
শোধ করতে পারবো নাকো
বাবার ওসব ঋণ।