পড়ছে ঝরে অঝোরধারায়
জয়শ্রী কর


মেঘের দেশে মেঘপরিদের
রুমঝুম ঝুম নূপুর বাজে,
কমল চোখে কাজল পরে
অশ্রু ঝরায় ধরার মাঝে।


ভিজিয়ে দিল অঙ্গ মায়ের
উর্বশীরা অশ্রু দিয়ে,
শুষ্ক মাটি সরস হতে
চাষি যাচ্ছে বলদ নিয়ে।


আনন্দেরই বার্তা আনে
শস্যশ্যামল ভূমন্ডলে,
ধনধান্যে ভরিয়ে তোলে
খেতখামারে গ্রামাঞ্চলে।


টুপটুপ টুপ বৃষ্টি ঝরে
দিঘির জলে শাপলা ফোটে,
খুশির জোয়ার সবুজ পাতায়
চড়ুই-শালিক-টিয়ার ঠোঁটে।


শেফালি-জুঁই আঁখি মেলে
বৃষ্টি পেয়ে পরম সুখে,
আড়াল থেকে সূর্য হাসে
তৃপ্তি বঙ্গবাসীর বুকে।


© জয়শ্রী কর