ও সজনী আয়-না ছুটে
নেবে মাথার চুল
হাজার টাকা দাম দিয়েছে
হবে কানের দুল।

গোমড়া মুখে বলল দিদি
দেবো কেমন করে
সারা মাথায় টাক পড়েছে
সব তো গেছে ঝরে।