নদীতে জোর বান এসেছে
নৌকা বাঁধা ঘাটে
কেউ না সাঁতার কাটে
মাঝি বসে টানছে হুঁকো
গাছের তলায় খাটে।


আকাশে খুব মেঘ জমেছে
বইছে বাতাস ভারী
নেইকো পথচারী
ক্ষেতের ফসল ডুববে বুঝি
পাচ্ছি আভাস তারি।


প্রকৃতি আজ বিরূপ কেন
ভাবছি বসে ঘরে
সবার অগোচরে
দুঃখকষ্ট বাড়ায় মানুষ
বৃক্ষ নিধন করে।


পরিস্থিতি খুবই জটিল
সজাগ হবে কবে
সুপ্রসন্ন তবে
যথেচ্ছাচার আর কভু নয়
বুঝবে মানুষ যবে।