জীবনে এল ভোর


বিধাতা আজ কাটিয়ে দিল আঁধার ঘনঘোর
আঁতুড়ঘরে কান্না শুনি তখন সবে ভোর।
রঙিন আকাশ পাখির কূজন স্নিগ্ধ সমীরণ
শূন্য হৃদয় পূর্ণ হল রাঙিয়ে দিল মন।


                 *****


রাঙা প্রত্যুষ


কার পরশে উঠল রেঙে শাল্মলি কিংশুক
বসন্তিকা কখন আসে সাগ্রহে উৎসুক।
কৃষ্ণচূড়ার রঙে রাঙা ফাল্গুনী এই ভোর
দক্ষিণা মৌসুমী গায়ে, কুসুম প্রেমডোর।


@ জয়শ্রী কর