রূপসি আরাবল্লীর কোলে
        জয়শ্রী কর


পাহাড়ের ধাপে ধাপে ঘর
      পথ আঁকাবাঁকা
     একেবারে ফাঁকা
   বনফুল ছড়ায় আতর।
চোখে পড়ে পিয়ালের সারি
       ধরেছে মুকুল
      যেন এলোচুল
অপরূপা বেশ মনোহারী।


সুশোভিত পাহাড়ের ঢাল
    চা-পাতা জোগান
      শ্রমিকের গান
মনোরম বিমল সকাল।
  পাহাড়চূড়া বরফে ঢাকা
       রোদ ঝিকমিক
      যেন হিরে চিক
সদা যেন ধ্যানে বসে থাকা।


   তাই এত নীরবতা তাঁর
       পায়ে সমাদর
        অমল শিখর
  প্রকৃতির রূপের বাহার।
আলো আঁধেরার লুকোচুরি
      মেঘ উড়ে যায়
      পাহাড়ের গায়
এ যেন মায়াবী এক পুরী।