রুপসি বর্ষা
জয়শ্রী কর


বর্ষায় কালো মেঘ সদা চঞ্চল
নদীনালা-খাল-বিলে জল টলটল।
মেঘবালিকা আকাশে করে বিচারণ
বিজুলির আলো এসে ধাঁধায় ভুবন।


বৃষ্টির জলে স্নাত যত তরু লতা
তৃণভোজী পশুদের বাঁচার বারতা।
চাষিদের চাষ হল আশা ও ভরসা
ঘরে ঘরে শান্তির পরশ বরষা।


মেঠোপথ কাদাময় ছোটে শিশুমন
নৌকা ভাসায় জলে সদা চনমন।
বাদলের ঝমঝম খঞ্জনি বাজে
পাখিদের কলরব প্রকৃতির মাঝে।


ভেকেরা খুশিতে তোলে মনোহর সু্র
জোনাকিরা উড়ে যায় দূর বহুদূর।
চাষিরা সারাটাদিন রত রয় চাষে
আষাঢ়ে রথের মেলা কত ছবি ভাসে।


আকাশের তারা সব মারে উঁকিঝুঁকি
কালো মেঘ ঢেকে দিয়ে কাটে আঁকিবুকি।
চাঁদমামা মেঘপরি হাসে কৌতুকে
লুকোচুরি খেলা খেলে প্রকৃতির বুকে।


© জয়শ্রী কর