সাতটি রঙের সমারোহ
জয়শ্রী কর


মা বলতো দেখ রে খুকু
আকাশজুড়ে রামধনু রং
বৃষ্টির পর রাঙিয়ে দিল
মেঘবালিকার তাই এত ঢং।


সাতটি রঙের সমারোহে
স্নিগ্ধ আলো অঙ্গে মাখা
একটি আস্ত ধনুক যেন
তৃতীয়ার চাঁদ যেমন বাঁকা।


আবির-রাঙা আকাশ দেখে
মন উড়ে যায় ওই গগনে
রং আর তুলি হাতে নিয়ে
আঁকছি বসে ঘরের কোণে।


রামধনু রং ছড়িয়ে পড়ে
পাহাড় পুকুর সবুজ মাঠে
দুচোখ ভরে চেয়ে দেখি
মন বসে না তখন পাঠে।


© জয়শ্রী কর