শূন্য হবে মায়ের কোল
জয়শ্রী কর


মহাশূন্যে সূর্য চন্দ্র
রাঙা মেঘের পাশে,
কেউ জানে না টিকিট ভিসা
কখন হাতে আসে ।


জন্ম নিয়ে পেলাম আমি
মায়ের বক্ষ-সুধা,
নয়ন মেলে দেখি শ্রীমুখ
মিটল আমার ক্ষুধা।

মেঘপরিদের দেওয়া জলে
নৃত্য মাঠে বনে,
খিলখিলিয়ে হাসল ওরা
হাসি ওদের সনে।


সকল স্মৃতি রইবে পড়ে
ছিন্ন হবে মায়া,
দেহখানি ভস্ম হলে
বিলীন হবে ছায়া।


সমন যখন পৌঁছে যাবে
বুজবে দুটি আঁখি,
একলা শুয়ে রইব ভুঁয়ে
সবায় দিয়ে ফাঁকি।


© জয়শ্রী কর