মন পড়ে না ঘরে
বাবা ও মা ব্যস্ত কাজে
অশ্রু পড়ে ঝরে।

খেলনাপাতি আছে
ওরাই তো সব বন্ধু হবে
সর্বদা রয় কাছে।

পাশেই ব'সে পুষি
লেজের নড়নচড়ন দেখে
খুকু বড়ই খুশি।

মা আজ গেছে মলে
একলা বসে খেলছে খুকু
কী করে তাঁর চলে।

বাবার দিকে চেয়ে
খুকু আমার লক্ষ্মীসোনা
এবারে নাও খেয়ে।

খিলখিলিয়ে হাসে
গুটি গুটি পা পা করে
বাবার কাছে আসে।