#  :*: জয়শ্রী কর :*:
       শিশুর বিস্ময়


ফোটে কেন শরতে কাশ
নেই তো সুবাস
'বঙ্গকে কাশ দিতে আসে
পুজোর আভাস'।

শিউলি কেন রাতে জাগে
সবাই ঘুমায়
ভোরে দেখি ঝুরুঝুরু
সব ঝরে যায়।

রঙিন ফুল তো ফোটে দেখি
দিনের বেলায়
রবির আলোয় ওরা কি মা
রং খুঁজে পায়?


আসছে উড়ে প্রজাপতি
রূপের ছটায়
মধু খেতে গেলে পায়ে
পরাগ ছড়ায়।