শীতের লাবণ্য


শীত এলো রে শীত এলো রে
মন যে উড়ু উড়ু
শীতল হাওয়ায় গাছের পাতা
ঝরছে ঝুরুঝুরু।


সকালবেলা রস নামাতে
শিউলী ওঠে গাছে
চুমুক দেবে রসপিয়াসী
তাইতো হৃদয় নাচে।


ভোজনরসিক বাঙালিরা
খুশির স্রোতে ভাসে
জয়নগরের মোয়া খেতে
সবাই ভালবাসে।


শীতের রোদে দারুণ মজা
জমিয়ে চড়ুইভাতি
গাছের তলায় খাওয়া-দাওয়া
গল্পে মাতামাতি।


খাওয়া-শেষে নৌকা নিয়ে
নদীর বুকে ভাসা
সূর্য যখন পশ্চিমেতে
তখন ফিরে আসা।


জয়শ্রী কর