সকাল থেকে কাঁদছে আকাশ ব্যাকুল দিদার প্রাণ
সুখস্মৃতি মনমুকুরে শূন্য বাসস্থান।
ওদের নিয়ে কাটত সময় আনন্দেতে বেশ
বকাঝকা করলে পরে ক’রত নালিশ পেশ।


রং তুলিতে আঁকত ছবি নানারকম ফুল
দেখে দাদু বলত সোনা হয় না যেন ভুল।
বিকেলবেলা দাদুর সাথে স্টেশন যাওয়া চাই
কেমন করে রেলের চাকা ঘোরে দেখবে তাই।


ফুলকলিরা গন্ধ ছড়ায় তা কি ভোলা যায়
পরাগরেনু জড়িয়ে থাকে প্রজাপতির পায়।
ওদের কলকাকলিতে ভর্তি ছিল ঘর
নীরবতায় পূর্ণ কুটির এখন অবসর।