তেলে ভাজা ১
জয়শ্রী কর


মায়ের সঙ্গে মামাবাড়ি যাচ্ছি ট্রেনে চড়ে
তেলেভাজার গন্ধ পেয়ে জিহ্বাতে জল ঝরে।
বারেবারে গিলছি ঢোক
ঝুড়ির দিকে যাচ্ছে চোখ
চপওয়ালা বলে দিদি নাওনা খুকুর তরে।


তেলেভাজা ২


ও মাধুরী চলনা যাব বিকেলবেলা মেলায়
তেলেভাজা মুড়ি খাব দুলব নাগরদোলায়।
খেতে খেতে ফিরছি ঘরে
একটা বানর ঝাঁপিয়ে পড়ে
মুড়ির ঠোঙা ছিনিয়ে নিয়ে উঠল গাছের শাখায়।


© জয়শ্রী কর