কে, শরৎ এলে
জয়শ্রী কর


ঘুম ভাঙালো বনপাপিয়া
আমায় ডেকে ডেকে
উঠেই দেখি পূর্বে রবি
হাসে আবীর মেখে ।


ছাতিমগাছে ফুল ফুটেছে
ওখানেই তো পাখি
শুধাই ওরে, আমায় কেন
করিস ডাকাডাকি?


শরৎ এলে শিরীষ  ফোটে
শিউলি পড়ে ঝরে
ধানের চারা দোলায় মাথা
যেন নৃত্য করে।


মাঝি-মাল্লা নৌকা নিয়ে
সাগরে যায় ভেসে
ইলিশ পেলে ফিরবে ঘরে
সবাই হেসে হেসে।


রং-তুলিতে শরৎ ঋতু
আঁকছে কত ছবি
ও সব দেখে আখর দিয়ে
গাঁথছে মালা কবি।


© জয়শ্রী কর