মানুষ  নামের মানুষ আছে
     এই  জগতে কত
স্বার্থ  পেলেই  ছোটে তারা
     কেবল  অবিরত।


ধন- সম্পদে  হয়  না খুশী
    যতই  তারা  পায়
অর্থ  লাভের  আশায়  শুধু
     টাকার পিছে ধায়।


টাকা পেলে  নেয়  হাতিয়ে
   হোকনা সাদা কালো
স্বার্থ  লাভে দেখে  না তো
    মন্দ  কিংবা  ভালো।


মানুষ  হয়ে  করছে  মানুষ
   এই মানুষের ক্ষতি
কালো  টাকায়  বাড়ি গাড়ি
     হচ্ছে  কোটিপতি।


নৈতিকতা   হচ্ছে   বিলীন
      হচ্ছে বিবেকহীন
স্বার্থ     নিয়ে    হানাহানি
      হচ্ছে   প্রতিদিন।


হৃদয়বানের  হচ্ছে অভাব
   আজকে মানব মাঝে
হৃদয়   যেন  পাষাণ পুরী
   মিলছে প্রমাণ কাজে।


সমাজের   এই   অসঙ্গতি
      চলবে  যতদিন
মানুষ নামের মানুষ পাবে
        মানবতাহীন।
      --------------