আমি কী হয়ে যেতেছি কুসুম তরুর মত?
ক্ষুদ্র গোলাপ গাছের মত যাইতেছি হয়ে।
ক্ষুদ্র বৃক্ষের প্রতি দূর হতে তোমাদের অবহেলা
অক্সিজেনের দীন মাত্রার হেতু আমি
তোমাদের উদরপূর্তিতে ব্যর্থ।
কোনোদিন আমার দূরত্ব তোমাদের ভালোবাসা অর্জন করেনাই-
তাই আমায় চিনোনাই মোর লালবর্ণ,সুভাস বিনায়।
আমি গোলাপ তরু
অন্তরে মোর লালিত সুভাস
লহিত বর্ণধারী।
আমার কণ্টক ভীতে বোঝোনাই কেহ আমায়
কণ্টক যেন প্রতিটি বৃক্ষে এখন
কিন্তু আমি কন্টকবিহীন গোলাপ তরু।
বুঝিলে আমায়,সুভাস ছড়াই
অজ্ঞতায় তোমাদের,কণ্টক হানাই।