নেতার পিছে ঘুরে কি লাভ?
পেলেও মেলে সাময়িক ভাব।
চাকরি চায় কাজের প্রমাণ,
কথায় শুধু হয় না সম্মান।

সস্তা পোস্টে লাভের ঢেউ,
তবুও চুলায় জ্বলে না লেউ।
হাহা দেখে সবাই হাসে,
প্লেটটা তবু খালি যে বসে।

লাইক-কমেন্ট উড়ে যায় হাওয়ায়,
কাজের দাম কি মেলে ঢাকায়?
জ্ঞান শেখো ভাই, শেখো ব্যাকরণ,
বুঝে চলো পথের কারণ।

কলম ধরো, শেখো জ্ঞান-শক্তি,
নিজের পায়ে গড়ো নৈতিক ভক্তি।
আত্মসম্মান থাকুক ঠিকঠাক,
তবেই দেখবে জীবন ভালো থাক।

পরিবার চায় সাহসী হাত,
দেখায় যারা সত্যের পাঁট।
চাটুকারে গড়া নয় দেশ,
কর্মেই গড়ে গৌরবের রেষ।



What’s the gain in chasing a leader?
Even rewards bring fleeting grandeur.
Jobs demand the proof of deeds,
Respect won’t bloom from mere creeds.

Viral posts may bring a wave,
Yet the kitchen fire none can save.
All may laugh with “haha” glare,
Still the plate lies empty there.

Likes and comments fly with the breeze,
But do good works earn value with ease?
Learn your grammar, seek out the light,
Understand the reason behind your flight.

Hold the pen, gain strength through knowledge,
Build your morals, be your own pledge.
Keep your self-respect firm and bright,
Then you’ll see—your life feels right.

A family seeks a fearless hand,
One who walks the path that’s grand.
Flattery won't shape a nation’s face,
It’s action that brings honor and grace.