এক ভুলে আদম পেলেন জগত,
তবু ছাড়েননি আপন সত্ত্ব।
আব্রু হারিয়ে হাওয়া কাঁদে,
ক্ষমার পথেই নব আশা বাঁধে।

আমি তো তুচ্ছ, ভূলেতে গড়া,
জীবন আমার ধোঁকায় ভরা।
চোখে গুনাহ, মনে অহং,
তবু আপনার দরজায় জুড়াই ঢং।

কোটি কোটি ভুল করেছি হায়,
তবু কি নেই আপনার ছায়া?
আপনি ছাড়া কারে বলি,
এই নফস যে পাপেই গলি।

আমি নয়নেতে পানি রাখি,
গোপন বুকে ব্যথা ঢাকি।
দিন শেষে কাঁদি আপনি কাছে,
ক্ষমা করে দিন—মুছি এ গাঁজে।

আমি সিজদায় ঝরাই মন,
নাম ধরি আপনার প্রতিক্ষণ।
দয়া করুন, করুন হে আল্লাহ,
পাপী বান্দা ফিরে পাবে ছায়া।

For one mistake, Adam entered this world,
Yet he never let go of his true self.
Eve weeps, her honor lost,
Still, hope is born on the path of forgiveness.

I am but a speck, a being of flaws,
My life is woven with layers of deceit.
My eyes commit sins, my heart holds pride,
Yet I knock humbly at Your sacred side.

I've erred a million times, alas!
Still—do You not cast Your shade to pass?
Besides You, to whom shall I cry,
As my soul melts in sin and sigh?

I hold tears quietly in my eyes,
And hide the ache where silence lies.
At the close of day, I weep in prayer—
Forgive me, Lord, cleanse this despair.

In prostration, I pour out my soul,
Calling Your name is my only goal.
Have mercy, please, O Allah the High,
Let this sinner find shelter and never dry.