রাজনীতির ভুল ভুলে যাই,
চলো গড়ি শান্তির ঠাঁই।
মিছিলে নয়, কলম হাতে—
জয় আনবো জ্ঞানের পথে।
চাঁদার নামে চলবে না আর,
চাইনা দখল, চাইনা মার।
ভোটের লোভে বিভেদ বাড়ে,
ভালোবাসা জীবন গড়ে।
বইয়ের পাতায় স্বপ্ন রাখ,
মনের আলো জ্বালো প্রাণে।
কলেজ মাঠে হোক না গান,
নয়কো আর রক্তের বাণ।
মঞ্চে ওঠো সাহস নিয়ে,
সত্য কথা স্পষ্ট বলিয়ে।
কাজের মাঝে খুঁজো ঠাঁই,
তরুণ তুমিই জাতির ভাই।
কৃষক, মজুর, শিক্ষক, জন,
সবাই মিলে গড়বে ধন।
স্বপ্ন নয় কেবল মুখে,
কাজেই দেখাও দেশের সুখে।
Let’s forget the faults of politics,
And build a home where peace will stick.
Not with rallies, but pen in hand—
We'll triumph through knowledge across the land.
No more funds in donation's name,
No more grabs, no violent game.
Greed for votes brings only strife,
Love alone can shape a life.
Place your dreams on pages bright,
Let your soul be lit with light.
Let college fields ring out with song,
No more bloodshed, no more wrong.
Stand on stage with fearless tone,
Speak the truth, let it be known.
In work, you’ll find your rightful place,
Youth—you are the nation’s face.
Farmer, worker, teacher, friend—
Together, wealth and hope we’ll send.
Dreams are not just words we say,
Show the nation's joy through what you do each day.