শ্রাবণের দুপুর, নীরব এই বেলা,
বৃষ্টির ছোঁয়াতে কাঁপে সারা ভেলা।
আকাশের পাতায় ভেজা ঘুম ঘোরে,
ফেলে আসা স্মৃতি জেগে উঠে চোরে।
দরজার পাশে বসে মনটা চায়,
যে কথা বলা হয়নি, বৃষ্টি পায়।
কাঁসার থালায় খিচুড়ির সুগন্ধ,
মায়ের হাতখানি স্বর্গের সমন্ধ।
পাকা আম ঝরে উঠোনে টুপ টাপ,
চাতালে বাজে বৃষ্টির এক রূপ চাপ।
ছোটবেলা ভেসে আসে চোখের জল,
তোমার সে ডাকে ভিজে আমার দল।
একটু ছোঁয়া, একটু পুরনো গান,
আজও হৃদয়ে করে বৃষ্টি দান।
ভালোবাসা কি ভেজে এমন দিনে?
প্রেম হারিয়ে যায় শ্রাবণ গগনে।
A monsoon noon, so silent, soft, and wide,
The rain’s sweet touch makes every wave collide.
On cloudy leaves, a sleepy mist now floats,
Old memories rise like whispered, fading notes.
Beside the door my restless heart still seeks,
The words I never said, the rain now speaks.
A brass plate fills with khichuri’s warm smell,
My mother’s hand—like heaven’s gentle spell.
Ripe mangoes drop with soft and sudden sound,
Rain paints its art across the courtyard ground.
My childhood days return with tearful eyes,
Your distant call within the raindrop cries.
A little touch, a song from long ago,
Still rains inside my heart in gentle flow.
Can love get drenched on such a day like this?
In monsoon’s sky, love fades like whispered bliss.