চাঁদা দিয়ে কেন চলে দেশ,
ঘুষের কাছে নত হয় বেশ।
গরিব কাঁদে, ধনী হাসে,
সুযোগ পায় যে টাকা বাঁসে।

ভোরের আলো মরে যায়,
স্বপ্নগুলো থমকে দাঁড়ায়।
শোষণের এই জঞ্জাল ভরে,
বিচার আজ মুখ লুকায় ডরে।

চলো তবে জাগি সবাই,
সত্য কথা মুখে কই।
চাঁদাবাজের শিকল ছিঁড়ি,
সাহস নিয়ে পথে ফিরি।

সবার মুঠে হাত মিলাও,
মাটির সাথে প্রাণ বিলাও।
চাঁদা নয় আর — অন্যায় নয়!
সত্য দিয়ে গড়ি নতুন জয়।

Why does the country run on bribes,
To bribery’s hold, many bow their eyes.
The poor weep while the rich smile wide,
Those with money in power reside.

The morning light fades away,
Dreams come to a halt and stay.
This web of greed grows more and more,
Justice now hides behind a door.

Come then, let’s all awake,
Speak the truth, no fear to fake.
Break the chains of bribery’s might,
Courage guides us to the light.

Join your hands with heart and soul,
Give your all to make us whole.
No more bribes, no more wrong,
With truth, we build a future strong