জন্মদিনে হেমন্তের মৃদু শিশিরস্নাতে,
এসেছিলে তুমি চাঁদনি রাতে।
এসেছিলে তুমি স্নিগ্ধ লেকের তীরে,
এসেছিলে তুমি মুজিবদম্পতির ঘরে।।


এসেছিলে তুমি এই বাংলার শ্রেষ্ঠ নীড়ে,
এসেছিলে তুমি শ্রেষ্ঠ মায়ের উদরে।
এসেছিলে তুমি এ বাংলায় ক্ষণিকের তরে,
এসেছিলে তুমি বসন্তক্ষতের চিরসাথী হতে।।


এসেছিলে তুমি বাংলার কোলে চেহারা টলোমলো,
এসেছিলে তুমি লেকের তীরে করতে খেলাধূলো।
এসেছিলে তুমি খুজতে জাতির মু্ক্ত পথ গুলো,
নরপিশাচরা বুঝিয়া গেলো তুমি জাতির আলো।।


৭৫ এর ১৫ আগষ্ট আধার রাতে কালো,
ছক আকিয়া নিলো কেড়ে জাতির সকল আলো।।


লেখক,
মোঃআতাউর রহমান সরকার,  
এম.এস.এস. অধ্যয়নরত,
সমাজকর্ম  বিভাগ, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ।