সকাল বেলা সবার আগে ঘুম থেকে ওঠে,
মক্তব এ তে যাবো আমরা দলবেঁধে ছুটে।
বাড়ি ফিরে যাবো আমরা প্রাণের বিদ্যাপীঠে,
বন্ধু-বান্ধব লইবো সবে জ্ঞানের আলো দীঠে।


সর্বক্ষণে থাকবে মনে আমরা অসিযোদ্ধা,
রাস্তা ঘাটে মুরুব্বিদের করবো মোরা শ্রদ্ধা।
সমাজ থেকে বিদায় দিবো সকল ধর্মান্ধা,
চারিদিকে ছড়িয়ে দিবো শিক্ষার সুগন্ধা।


বিকাল বেলা খেলার মাঠে করবো ছুটাছুটি,
সন্ধ্যা হলে বইয়ের সাথে বাঁধব প্রেমের ঝুটি।
সেই ঝুটিতে জোড়া বেঁধে লইব জ্ঞানের আলো,
সেই আলোতে বিদায় দিবো ধরণীর সব কালো।