স্বাধীনতার বুলি
মোঃআতাউর রহমান সরকার


যেদিন বাংলার আকাশে জ্বলজ্বল করেছিল স্বাধীনতার আঁচ।
আজি সেই ঐতিহাসিক দিন ৭ ই মার্চ।
যেদিন বজ্রকন্ঠে গর্জে উঠেছিল ৭ কোটি প্রাণ,
আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার সংগ্রাম।


আজ আমি নিরবে নিস্তব্ধে শুনি সে বুলি,
যা শুনে উত্তপ্ত হয়ে ছিলো মুক্তিবাহিনীর রক্তের হোলি।
চারিদিকে ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার বুলি ,
এবার হটিবনা মোরা আসুক যত বাধা-আসুক যত গুলি!


হে জাতির শ্রেষ্ঠ পিতা শেখ মজিবুর রহমান,
তুমিই গেয়ে ছিলা সেদিন এই বজ্রমাখা গান,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।। "


যে ডাকে সাড়া দিয়েছিল বাংলার নৌজোয়ান,
ছিনিয়ে এনেছে বাংলার পতাকা-দিয়েছে লাখো প্রান।
আজ সুবর্ণজয়ন্তীতে জানাই তোমায় সহস্র সালাম,
হে জাতির-জনক বঙ্গবন্ধু  শেখ মজিবুর রহমান।