তোমাকে দেখার জন্যে,ওহে মুজিব।
তোমাকে দেখার জন্যে,
আর কতদিন অপেক্ষা করতে হবে এই বাংলায়?
তুমি ফিরবে ব'লে, ওহে মুজিব,
এ যুগের নবীন রা অপেক্ষার প্রহর গুনছে।


তুমি ফিরবে ব’লে,ওহে মুজিব,
কতখানে মেলা বইছে।
কৃষকের মাঠে নদীর ঘাটে, তোমার অপেক্ষায় রইছে।
স্কুল কলেজ রাস্তা ঘাটে
সেতু,কালবার্ট,পার্ক, দ্বীপে তোমার নাম লিখছে।


তুমি আসবে ব'লে ফুলে-ফলে সাজলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে ব’লে, আকাশে বাতাসে গানের সুমধুর ধ্বনি,
তুমার অপেক্ষায়-ওহে মুজিব, ওঠে সে রনি।


তোমাকে পাওয়ার জন্যে ওহে, মুজিব,
খোকার চোখে ঘুম নেই,
উদাস মনে তাকিয়ে আছে নদীর পাড়ে ওই।
মুজিব তোমার জন্যে
আজও খোলা আকাশের নিচে,
কত রঙের ব্যানার লিখে।


তোমার জন্যে কৃষক শ্রমিক বণিক কাজী,
পদ্মা নদীর দক্ষ মাঝি।
রিকশাওয়ালা, ফেরিওয়ালা অপেক্ষায় রয়।
একটি সোনার বাংলার জন্ম  হ’তে চলেছে —একথা সবাই  কয়।


সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে,
ওহে মুজিব,পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তে করি তন্যতন্য।
ধ্বনিপ্রতিধ্বনি তুলে,
বাংলার ঝান্ডা উড়িয়ে,
একতারার সুরে সুরে শুধু তোমার জন্য।


এই বাংলায়
তোমাকে প্রতিকী রুপে আসতেই হবে,ওহে মুজিব।https://www.facebook.com/1537569499850505/posts/2837088509898591/