এই ধরনীর বুকে শ্রমজীবী আছে যত,
সর্বক্ষনিক শ্রদ্ধা জানাবো অবিরত।
হোক সে কৃষক মজুর-মেথর,হোক সে কুলি;
হোক সে মুচী-তাতী-কুমার-কামার-ঢুলি।


তাদের শ্রমে আমরা সবাই অথৈ সপ্ন বুনি,
তাদের শ্রমে গড়ে ওঠে পিঠা-চন্দ্রপুলি,
তাদের শ্রমে গড়ে ওঠে মেগা-শিল্প গুলি।
তাদের শ্রমে সতেজ হয় আমার কাব্য বুলি।


তাদের শ্রমে গড়ে ওঠে সবার অন্নসংস্থান,
ধরনীর বুকে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।
এ ধরায় সকল শ্রমিক-কে করিবো সম্মান,
ন্যায্য মজুরি দিয়ে দিব, নিবোনা তার প্রাণ!


মালিক-শ্রমিক আছে যত মান-অভিমান,
সকল ভেদাভেদ ভুলে যাবো এটাই স্লোগান।
শ্রমজীবীদের হোক সকল দুঃখের অবসান,
ধরনীর বুকে সার্থক হোক আমার কবিগান।