এটা মাটির পৃথিবী নহে নন্দনকানন;
বড়ই কঠিন এখানে জীবন।
আছে মায়া আছে প্রতারণার ফাঁদ;
পদে পদে আছে নানা বিপদ-বিসম্বাদ।  
দুষ্ট চক্র সদা তৎপর;
পড়লে ফাঁদে ভেঙ্গে যাবে সুখের ঘর।  

তব পথে দাঁড়াতে পারে উন্মত্ত-যৌবনা;
মন মাঝে জাগাতে পারে কামনা।
যদি একবার পর দুষ্টচক্রের এ ফাঁদে;
থাকবে না মাথা তোমার কাঁধে।  
পৌঁছাতে চাও সাফল্যের দ্বারে;
ভেবেচিন্তে চলতে হবে, নহে আঁধারে।  

নিজ থেকে সাফল্য এসে দেয় না ধরা;
কঠিন সাধনায় তাড়াতে হবে জ্বরা।
চেষ্টা আর কর্ম মাঝে সমন্বয়;
মেধার সাথে দক্ষতা আনবে জয়।
কিরা পোকা থেকে সাবধান;
দুষ্ট চক্রের মিষ্টি বাণী জীবনে হয়রান।
তারিখ: ০১-০৭-২০২৫ ইং;