প্রতিহিংসারে জালে পৃথিবীটা পড়ছে বাধা;
মানবতা ভালোবাসা মনে হয় ধাঁধাঁ।
ফনা উচিয়ে ছড়াচ্ছে বিষ বিষধর সাপ;
কেউ কাউকে দেবে না ছাড় করবে না মাফ।
সমস্ত আকাশ বাতাস বিষে আজ নীল;
করছে ফোঁসফোঁস মানুষ নয় সাপের দিল।

মানুষ মানুষের জন্য এ সব ফাঁকা কথা;
নির্বাসনে চলে গেছে মানবতা।
এঁকেবেঁকে ঘুরে ফিরছে ফনাতলা সরীসৃপ;
লক লকিয়ে করছে বের ফাটা জীব।
পৃথিবীটা এখন এক যুদ্ধ ক্ষেত্র;
বোমার আঘাতে আজ মরছে মানুষ সর্বত্র।  

ক্ষমতা দখল আর প্রতিহিংসার যাঁতাকলে;
অনিশ্চিত পৃথিবী মরছে মানুষ দলে দলে।
চারদিকে চলছে অশনিসংকেত;
শক্তি আছে কার করবে তা ভেদ?
মানবতাবাদী শাসকের বড়ই অভাব;
ধ্বংস আনবে পৃথিবীর সাপের মত স্বভাব।
তারিখ: ১৭-০৬-২০২৫ ইং;