যায় না করা তুলনা মায়ের হাতের রান্না;
বিদায় নিলে মা থাকে শুধু কান্না।
দোলনা থেকেই চলে এ রান্নার স্বাদ;
মায়ের রান্না খুশি মনে খাই পেড়ে পাত।
শিশুকালে জিব্বায় যে সাধের শুরু;
সে সাধ কি কভু যায় ভোলা বলো গুরু।
দুনিয়ায় মায়ের চেয়ে নয়রে কেহ আপন;
সন্তান যে তার নাড়ী সেরা ধন।
ভুলতে পারিনা মায়ের মুখ, ভালোবাসা;
মা যোগায় সন্তানের মনে শ্রেষ্ঠ আশা।
সকল ক্ষেত্রেই মাকেই শ্রেষ্ঠ জানি;
মা তুমি পৃথিবীর সেরা শেফ সবাই মানি।
তারিখ: ১৭-০৬-২০২৫ ইং;