আবেগেরা ঝরে, বিশ্বাসেরা লুকোয়,
অবিশ্বাসের আলখাল্লায় ঢেকে যায় শরীর,
জেগে উঠে লজ্জারা, ভেসে ওঠে ক্ষোভ
অপ্রেমিকের প্রেম জমে, ঘন হয়,
পবনভরা আকাশে নিঃশেষ হয় মেঘ।
চিনিখেকো পিঁপড়ার মতো
জড় হয়ে আসে অভিযোগেরা।


বিচারকের পদতলে মৌনতার কপাল ঠুকে
ত্রস্ত পাখির মতো ডানা ঝাঁপটায় দেহ।
দিনগুলো ফিরবে ভেবে, সুদিন আসবে বলে,
ভুলগুলো ফুল হবার বাসনায়
জেগে আছে তিন চোখের মন।
এক অহর্নিশ নৈরাশ্য-প্রসূত আত্মার অভিমানে
বেঠিক দণ্ডের আত্মহনন।
আলতারঙা হৃদয়ের রক্তক্ষরণে
কত না-বলা প্রত্যাশারা বেঁচে আছে
আগামীর সূর্য দেখবে বলে;
সে রাত কি কখনও শেষ হয়?
নাকি সমাগত বাস্তবতার উত্তপ্ত বুদবুদে
অস্তিত্বহীন সব কল্পলোকের পসরা।