একটা খসখসে দেয়াল নামাচ্ছো অজানায়
দুজনের নিঃশব্দ সীমারেখায়-
তোমার চোখের ভাষায় অনিশ্চয়তা জমে।
হয়তো সেভাবেই শব্দেরা মানবন্ধন করে,
অভিমান বিক্ষোভে খোলস পালটায়।
আমার বলারাও চুপসে যায়,
একটা অনিশ্চয়তার পাহাড় ঠায় দাঁড়ায়।
বোঝানোর অভাব আর বোঝারা ভার দেয়।
কেন এতটুকু দূরত্ব কাঁটার মত বিঁধে থাকে!
শুধু দেয়ালটা তুলে দাও,
দেখবে-
আমি এখনো আছি,
তোমার সবটুকু ভালোবাসা নিয়ে,
তোমার প্রতিটি অস্থিরতার পাশে দাঁড়িয়ে।
দেয়ালটা উঠলেই,
আমরা আবার হাঁটতে পারি
হাত ধরে, নির্ভরতার রাস্তা ধরে
শুধু তুমি বলো—'এসো, পাগল!'