জানিনা কেন বারে বারে আমি অভিমানী হয়ে
ঝর্ণা ধারা ঝরায় তোমার চোখে অশ্রু হয়ে,
এই জীবনে খুব বেশি প্রাপ্তি যে নেই আমার  
কেন আরো আগে পেলাম না খোঁজ তোমার।  
তাইতো অভিমানের স্বপ্নডানায় লিখি নাম তোমার
হয়তোবা অভিমানের কারণেই হবে অন্তর্ধান ভালোবাসার,  
যখন অভিমান করে চেয়ে থাকি নীল দিগন্তের পানে
বৃষ্টি হয়ে অভিমান ভাঙাবে এই আশায় থাকি মনে মনে।
দুবাহু প্রসারিত করে আমার গ্রীবায় ভালোবাসার ছুঁয়া
গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে যেন শীতল হিমেল হাওয়া,
দেখা হলে বলব কতকথা তা আমি ভাবি আনমনে
না বলা কথার পাঠোদ্ধার করি অবসরে একমনে।