আমার বার্ধক্যে তুমি যৌবন এনে দিলে
তৃষ্ণার্থ দু’চোখ তুমি জুড়িয়ে নিলে,
তুমিময় আমার আকাশের গাঢ় নীলে
আমার ছোট্ট পৃথিবীটাকে রাঙ্গিয়ে দিলে।
অপার সৌন্দর্যে গড়া তোমার দেহমন
অনুভবে ছুঁতে চায় সারাদিন সারাক্ষণ,
অবচেতন মন তোমাকেই খুঁজে বেড়ায়
শুধু পেতে চায় আরো নিবিড় আলিঙ্গন।
সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথবীর পরিভ্রমণ
তেমনি করে তোমাতেই আমার অবিরত ঘূর্ণন,
আমার জীবনে তুমি ছড়িয়েছ আলোর বিচ্ছুরণ
যতন করে আমি তা করছি সংরক্ষণ।
তোমার সান্নিধ্যের অপরুপ ঘ্রাণ
চনমনে রাখে আমারই মনপ্রাণ,
তোমার বসনে রেখো আদর স্পর্শ আমার জান
তোমাতেই যে সঁপেছি আমার এই দেহপ্রাণ।