নিয়তি আর বাস্তবতায় ভালোবাসা আজ কঙ্কালসার, স্মৃতিগুলো হচ্ছে আড়াল
দূর হয়ে যাক জমে থাকা কালো মেঘের আঁধার, ছড়াও মায়াজাল,
বিবেকের কাছে হেরে গেছে আবেগ জীবনের এই পড়ন্ত বেলায়
জীবনের পরিক্রমায় আজ তাই সত্যিই ভুগছি অনুশোচনায়।


শেষ বিচার দিবসে আমাদের কোনো কিছুই যে লুকানো যাবে না
তবুও অতীতের কর্মের জন্য কখনো নিজেকে দোষী মনে করো না,
ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে এটাই যে শুধু প্রার্থণা
দোষের অংশীদার হয়ে আমৃত্যু আমিও করবো অনুশোচনা।