তোমার ভালো লাগায় মিশে ছিলাম বন্ধুদের আড্ডার মিছিলে
ভাগ্যে আমার লিখা ছিল তাই কাঁদিয়েছি তোমায় আঁখি জলে,
অপরাধী হয়েছি তোমার কাছে আমারই অনিচ্ছাকৃত ভুলে
বিশ্বাস কর ইচ্ছায় করিনি এ কাজ তোমাকে আঘাত দিব বলে।


আস্থা আর বিশ্বাসের পারদ নীচে নেমে গেছে তোমার দৃষ্টিতে
কবিতার বিনিময়ে হলেও শীর্ষস্থান চাই আবার ফিরে পেতে
কথা দিচ্ছি, চাই না আর আমি তোমাকে বিরহ যন্ত্রনায় কাঁদাতে
অবশিষ্ট ভালোবাসাটুকু সংগে নিয়ে চাই বাকি জীবনটা কাটাতে।


শেষ বারের মতো ক্ষমা করো আমায় তোমারই মহৎ গুণে  
রাগ অভিমান সবকিছু ভুলে রেখো তোমার হৃদয়ে সযতনে,
ফিরতে চাই আপন ভুবনে সইতে না পেরে ভালোবাসার অন্তর্দহনে
তোমাকে পাওয়ার তপস্যায় সন্ন্যাসী হয়ে চলে যাবো নির্জনে।