রাগ আর অভিমান গুলো আমার বন্দি করেছি গুয়ান্তানামো বে কারাগারে
আবেগ, অনুভূতি ও ইচ্ছেরা আজ কংকালসার অনাদরে অর্ধাহারে,
তুমি দেখে নিও একদিন হবো আমি দিঘীর জলের মত শান্ত শীতল
কথা দিচ্ছি তোমাকে আমৃত্যু এই সিদ্ধান্তে থাকবো আমি অবিচল।


জেনে রেখো তুমি মিথ্যে ছিল আমাকে দেওয়া তোমার সকল অপবাদ
অপেক্ষা শুধু সময়ের সময়ই বলে দিবে আমি ছিলাম কতটা নিখাঁদ,
বেলাশেষে পরাজিত সৈনিকের মত হৃদয় জুড়ে ক্লান্তি আর অবসাদ
ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসছে এই সুন্দর ধরনীতলে বাঁচার স্বাদ।


ফেলবো না আর কখনো প্রিয়তমা তোমার চোখের নোনা জল
নিয়তি আর বাস্তবতা যতই করুক আমাদের সাথে ছল,
তুমি শুধু তুমিই যে ছিলে আমার প্রেম ভালোবাসার শিক্ষা গুরু
অতীতের সব ভুল শুধরে নিয়ে নতুন করে হোক না আবার পথচলা শুরু।