আসলেই কি জীবন আর কারো জন্য নয়?
নাকি নিজের জন্যই নিজেকে বেঁচে থাকতে হয়!
একা বেঁচে থাকা নিতান্তই কি আমাদের মনের কথা
নাকি মন ভুলানো সব মিথ্যে কল্পকথা।


তোমার আজকের কথাতেই আমার উপস্থাপনা
অবচেতন মনে যখনি স্মৃতিপটে আসে তোমার মুখখানা,
তখনই শান্তি অনুভবে হৃদয় হয় আনন্দে আত্মহারা
সত্যি বলতে সবকিছুই ছিল শুধু এই শান্তিটা ছাড়া।


জীবন চলছিল জীবনের নিয়মে অতৃপ্তি আর ভালোবাসা হীনতায়
কষ্টের মাঝেও তৃপ্ত, উৎফুল্ল এ হৃদয় তোমার অকৃত্তিম ভালোবাসায়,
তোমার সাথে আমিও সুর মিলায় ইচ্ছের অপূর্ণতা হৃদয়ে রক্ত ঝরায়
বিরহের অনলে পুড়ে ছাই হয়েও ভালোবাসা আবার রং ছড়ায়।


ভাবনার আকাশে লক্ষতাঁরার মাঝে তুমিই ধ্রুবতাঁরা
কোনো কারণ ছাড়াই ইচ্ছেগুলো জ্বালাতে থাকে হয়ে পাগলপাড়া,
অথচ জীবনের কত কাজ বাকি, আছে কত তাড়া
পাবো না জেনেও তোমার পিছু ছুটেছে মন নামের হতচ্ছড়া।


তোমাকে ভেবে ভেবেই নির্ঘুম রাত জেগে থাকা
দূরে আছ তবু যেন সবসময়ই কাছাকাছি থাকা,
তাইতো জীবন মানে নয়তো শুধু নিজের জন্য বেঁচে থাকা
জীবন মানে সবকিছুকে পাশ কাটিয়ে বিশেষ কারো জন্য বেঁচে থাকা।