ইট সিমেন্ট আর কংক্রিটের নগর জীবনে কিছুটা আলোর ঝলকানি
যানজটে নাকাল আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংসারে টানাটানি,
অপরিকল্পিত নগরায়নে ধূলোময় আকাশ আর গাড়ির শব্দ অনবরত
করোনার থাবায় মানুষের চোখেমুখে ক্লান্তির ছায়া প্রতিনিয়ত।
নেই বিবেক-ভালোলাগা নেই মানুষের জন্য মানুষের মমত্ববোধ
নেই অকৃত্রিম ভালোবাসা, নেই মানুষের মাঝে দেশাত্ববাধ,
স্বার্থের চুলচেরা বিশ্লেষণে জীবনের সুন্দর মুহূর্ত গুলো হারিয়ে যায়
তাইতো বিষন্ন হৃদয় উড়ন্ত পাখির মত ডানা ঝাপটায়।
জীরনের চাওয়া পাওয়া গুলো ইট সিমেন্ট আর কংক্রিটের মত
স্থবির হয়ে দাড়িয়ে থাকে ষ্ট্যাচু অব লিবার্টি কিংবা আইফেল টাওয়ারের মত।