লকডাউনে আজ গোটা বিশ্ব হয়েছে যেখানে ঘেরাও
নিজের ক্ষতি জেনেও যারা অলিগলি দাপিয়ে বেড়াও,
যদি নিজ পরিবারের ও দেশের সবার ভালো চাও
এখনো সময় আছে সবাই স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে যাও।


ট্রাক, বাস কিংবা কার বিহীন রাজপথ যে আজ ফাঁকা
পেয়েছি মোরা বায়ুদূষণ মুক্ত বাসযোগ্য এক ঢাকা,
রিক্সা চালক আর হোটেল রেস্তোরাঁয় নেই যে কাস্টমার
ফার্মেসীতে ভীড় কিনতে মাস্ক আর হ্যান্ড সেনিটাইজার।


করোনা দিয়েছে মোদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উপহার
শিখিয়েছে মোদের একে অন্যের বিপদে এগিয়ে আাসার,
প্রকৃতি ফিরে পেয়েছে তার হারানো দিনগুলো আবার
স্ত্রী, সন্তান মিটিয়ে নিচ্ছে না পাওয়া ভালোবাসার আবদার।


আজ থেকে ২৪ বছর আগে মায়ের সাথে আমার শেষ কথা
আগলে রাখিস ছোট ভাই-বোনদের দিস না কভু ব্যথা,
বড় অসহায় আমি কিছু কি করার আছে মোর সাধ্যে
ছোট ভাই কুয়ালামাপুরে আর বোন অন্তরীণ যুক্তরাজ্যে।


হে পরম করুণাময় করোনা থেকে বিশ্ববাসী পায় যেন রেহায়
বাঁচবো মোরা এই ধরণীতলে শুধুই সৃষ্টিকর্তার করুণায়।


[দ্রঃ করোনা মহামারীর শুরুর দিকে ২৮ এপ্রিল ২০২০ তারিখে লেখা]