সুদূর সাহারা মরুভূমি থেকে দু’জনার পথচলা শুরু
ভালোবাসায় হাতেখড়ি দিয়ে হয়েছ আমার শিক্ষা গুরু,
আচমকা তোমার টেলিফোনে হৃদয়ে ভালোবাসার টেউ তুলে
মনের তালাবন্ধ দরজা গুলো একে একে সব যায় খুলে।


আস্তে আস্তে তুমি ঢুকে গেছ আমার হৃদয়ের অন্তস্থলে
পাগলের মত ভালোবাসি তোমায় নাওয়া খাওয়া ভুলে,
আশা ও বিশ্বাস তুমি ও যাবে না কখনো আমায় ফেলে
জীবন সার্থক হবে গো আমৃত্যু তোমায় কাছে পেলে।


পাশে বসে যখনই তুমি রাখ আমার হাতে হাত
ঠিক তখনই যেন আমি হয়ে যায় কপোকাত,
আংগুলের ভাঁজে যখন রাখ তোমার আংগুল
ভালোবাসার উত্তাপে তখন হৃদয় হয়ে উঠে বেকুল।


যখন আমার ঠোঁটে রাখবে তোমার ঠোঁট
সব কিছু শেষ হলেও যেন ভালোবাসা থাকে অটুট,
ভালোবেসে যখন তুমি জড়িয়ে ধরবে আমাকে
পৃথিবীর সমস্ত সুখ খুঁজে এনে দিব আমি তোমাকে।


এই অপরাধে যদি কখনো যেতে হয় হাজতে
তবুও আমি পারব না কভু তোমাকে হারাতে,
ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখবো সারাজীবনের তরে
ভুল করে হলেও কখনো হারাতে দেবো না তোমাকে।