প্রাসাদে কষ্ট আছে কষ্ট মাটির ঘরেও
মরুর বুকে কষ্ট আছে কষ্ট সাইবেরিয়ার,
ট্রাফিক জ্যামে কষ্ট আছে কষ্ট আসা যাওয়ার
জনমনে কষ্ট আছে কষ্ট নেতার মনেও।
বিষাদে কষ্ট আছে কষ্ট সুখের দেহে
বানভাসির কষ্ট আছে কষ্ট ধনকুবেরের মনেও,
রাণীর মনে কষ্ট আছে কষ্ট রাজার মনেও
মেঘের মনেও কষ্ট আছে বৃষ্টি হয়ে ঝরে।
অভিনেতার কষ্ট আছে কষ্ট ঢাকে মেকাপে
জাগরণের কষ্ট আছে ঘুমাই না সে তাই জাগে,
ভালোবাসায় কষ্ট আছে কষ্ট ব্রেকাপে
কেউবা আবার জাগতিক সুখের আশায় কষ্ট পুষে মনে।
নীল কষ্ট বুকে নিয়ে সবাই সুখের ভান করে
তাইতো সবাই কষ্ট পুষে অনিহায় কিংবা ইচ্ছে করে।